আবাসন ব্যবসায় বর্তমান পরিস্থিতি কী?
* দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে আবাসন শিল্পের বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো এবং ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলেই আমরা মনে করি। বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক সিদ্ধান্ত বিশেষ করে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ায় এই খাতে বিনিয়োগ বাড়ছে যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। এর ফলে দেশের টাকা দেশেই থাকবে। সামগ্রিক নির্মান ব্যয় বেড়ে যাওয়ায় এই খাতে কিছুটা সমস্যা তৈরি করছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর আবাসন শিল্প গতি পেয়েছে। ভালো কোম্পানির উপর ক্রেতারাও আস্থা রাখছেন।
এবারের মেলায় আপনাদের প্রতিষ্ঠান কী কী সুবিধা দিচ্ছে?
* চট্টগ্রামে শুধুই নয়। সমগ্র বাংলাদেশের মধ্যে ‘উইকন’ প্রপার্টিজ পরিপূর্ণ এবং স্বয়ংসম্পুর্ন আবাসন কোম্পানি। আর একটি ব্র্যান্ড কোম্পানি হিসেবে আমরা সব সময়ই গ্রাহক সন্তুষ্টি এবং গ্রাহকের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে থাকি। বাংলাদেশে আমরাই একমাত্র আবাসন কোম্পানি- আমাদের নির্মান আধুনিকত্বের পাশাপাশি পরিমাপে আমাদের কোন হিডেন স্পেস নেই। গ্রাহককে দেয়া স্কয়ার ফিটের হিসেবে ঠিক যত স্কয়ার ফিট ঘোষনা দেয়া হয়, ঠিক ততটুকু স্কয়ার ফিটই স্পষ্টত বুঝিয়ে দেয়া হয়।
এবার চট্টগ্রামের রিহ্যাব ফেয়ারে আকর্ষনীয় এবং বিলাসবহুল নান্দনিক একাধিক প্রকল্প নিয়ে অংশ নিয়েছি আমরা। প্রাইম লোকেশনে আমাদের রিসেন্ট এবং আপকামিং প্রকল্পসমূ উপস্থাপন করছি। আর যারাই উইকনের উপর আস্থা ও বিশ্বাস রেখে ফ্ল্যাট ক্রয় কিংবা বুকিং দিবেন তাদের জন্য নিয়ে এসেছি আকর্ষনীয় একটি অফার। এই অফারে আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনলে বা বুকিং দিলে পিটুপি ফার্নিচারের বেডরুম সেট উপহার হিসেবে প্রদান করা হবে।
ফ্ল্যাট নির্মানে আপনারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন কোন বিষয়গুলোকে?
* একটি ফ্ল্যাট একজন মানুষের সারাজীবনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে একজন মানুষ হয়তো তার সর্বোচ্চটুকুই বিনিয়োগ করেন। আর তাই মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতেই আবাসন শিল্পে কাজ করছে ‘উইকন প্রপার্টিজ’। পরিপূর্ণ স্থাপত্য চর্চার প্রধান এবং বড় মাধ্যমটিই হচ্ছে রিয়েল এস্টেট। আমরা মুলত মানসম্পন্ন নান্দনিক, আধুনিক এবং দ্রুত নির্মানের প্রতিশ্রুতি এই সেক্টরে কাজ করছি। উইকন আবাসন শিল্পে আসার আগেই প্ল্যান টু পারফেকশনের পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছি। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি একটি প্রকল্প কিভাবে সহজ, দ্রুততর এবং ঝামেলাহীন করা যায়। আর এসব কিছু বাস্তবায়ন করতেই আমাদের রয়েছে ইনহাউজ ডিজাইন টিম, ইনহাউজ দেশ সেরা কনস্ট্রাকশন টিম,। রড, সিমেন্ট, রেডিমিক্স, টাইলস থেকে শুরু করে সব ধরনের বিল্ডিংম্যাটেরিয়ালসও রয়েছে আমাদের ইনহাউজ। এছাড়া ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার পর সেই ফ্ল্যাটের ফার্নিচার থেকে শুরু করে লাইফ-স্টাইলের যাবতীয় সব কিছুই রয়েছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে। ফলে একজন মানুষের স্বপ্ন ঝামেলাহীনভাবে বাস্তবে রূপ দিতে আমরাই একমাত্র সক্ষমতা অর্জন করেছি।
চট্টগ্রামে আপনাদের কতোটি প্রকল্পে বাস্তবায়িত হয়েছে, কতোটি প্রকল্পের কাজ চলছে?
* বন্দরনগরী চট্টগ্রামের প্রাইম লোকেশন সমূহে আমাদের বিলাসবহুল প্রকল্প রয়েছে। উইকন প্রপার্টিজ আন্তর্জাতিক মান বজায় রেখে মাত্র ১৮ মাসেই প্রকল্প হস্তান্তরের রেকর্ড করতে যাচ্ছে। বর্তমানে আমাদের ৬টি প্রকল্পের কাজ চলমান আছে। নগরীর নর্থ খুলশি, পাঁচলাইশ, চট্টেশ্বরী, কাতালগঞ্জ, গোলপাহাড় এলাকায় আধুনিক স্থাপত্যশলীর প্রকল্পের কাজ চলমান আছে। এছাড়া আমাদের আরও ৭/৮টি প্রকল্প আপকামিং রয়েছে। যেগুলো দ্রুত সময়ের মধ্যে নির্মান শুরু হবে।
ক্রেতারা আপনাকে কোন সুবিধাকে গুরুত্ব দিচ্ছেন বেশিঃ
*একটি পরিপূর্ণ আবাসন কোম্পানি সবকিছুই একই জায়গায় থাকাতে মানুষ আমাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের পরিমাপে কোন হিডেন স্কয়ারফিট না থাকায় এবং দ্রুত সময়ে মানসম্পন্ন নির্মান সম্পন্ন করায় ক্রেতারা আমাদের উপর আস্থা রাখছেন। আমরা সব সময় গ্রাহকের আস্থাও বিশ্বাসকে গুরুত্ব দেই। প্রতিটি গ্রাহককে আমরা ঝামেলাহীন সার্ভিস দিতে সক্ষম। আমাদের ইনহাউজ প্রস্তুতি ও স্থাপত্য নির্মান শিল্পের পরিপূর্ণতা আমাদের কাজকে অধিকতর সহজ ও দ্রুততর করে দেয়- ফলে প্রতিটি গ্রাহককে আমরা সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে সক্ষম- ফলে একজন গ্রাহক তার সারাজীবনের স্বপ্ন বাস্তবায়নে ফ্ল্যাট কিনতে আমাদের উপর নির্ভাবনায় আস্থা রাখেন।