fbpx

পিটুপি ফ্যামিলির সাথে আইএবি’র এমওইউ স্বাক্ষরিত

পিটুপি ফ্যামিলির সাথে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) চট্টগ্রাম চ্যাপ্টারের সাথে পিটুপি ফ্যামিলির এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৮) মার্চ দুপুরে নগরীর মেহেদীবাগস্থ পিটুপি’র করপোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম আলভী এবং আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এই সময় আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের ডিপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, কোষাধ্যক্ষ স্থপতি বিজয় তালুকদার, পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক নাজিম উদ্দিন খান, স্থপতি রতন মন্ডল, সিইও মোহাম্মদ ফাহিম, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীন উপস্থিত ছিলেন। এমওইউ অনুযায়ী নির্মান ও আবাসন শিল্পে পরিবেশ সম্মত ও পরিকল্পিত নগরায়নে পিটুপি ও উইকন প্রপার্টিজ আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের সাথে পারস্পরিক সহযোগিতামূলক সমন্বিতভাবে কাজ করবে।

GET IN TOUCH