একটি স্বপ্নময় রঙিন জীবন। একটি পরিপূর্ণ ভালোবাসাময় জীবন। আমরা সবাই স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি নিজের মতো করে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে জীবনের প্রতিটি অংশকে সাজিয়ে তুলতে। কিন্তু স্বপ্নের মতো করে সব সময় সব কিছু হয় না। হয়তো আপনার অর্থ আছে কিন্তু সময় নেই। হয়তো আপনার অর্থ ও সময় দুটোই আছে কিন্তু সঠিক পরিকল্পনা করে সব কিছু সাজাতে পারছেন না। প্রতিটি মানুষের জীবনেরই এমন প্রতিকুলতা কিংবা প্রতিবন্ধকতা থাকেই। তবে এখন সময় পাল্টেছে। দেশে আধুনিক হচ্ছে সবকিছু। অটোমেশন কিংবা ডিজিটালাইজেশনের এই সময়ে আপনি স্বপ্নের মতো করেই সাজিয়ে তুলতে পারেন আপনার যাপিত জীবন।
ধরুন আপনি কোন অবসরে চোখ বন্ধ করে ভাবছেন চমৎকার আর্কিটেকচারাল ডিজাইনের একটি বাড়ি। চমতকার করে সাজানো বাড়ির প্রতিটি অংশ, দরজা জানালা, বাথরুম, ফ্লোর, ফিটিংস, পর্দা, অসাধারণ আর আধুনিকতায় ফার্নিশড বাড়ির প্রতিটি কক্ষ। স্বপ্নের মতো আলোঝলমলে সবকিছু। এসব হয়তো চোখ বন্ধ অনুভবে আপনার ভাবনা। চোখ খুললেই সবই এলোমেলো। কিন্তু এমন স্বপ্নের মতোই যদি আপনার সবকিছু ঘটে যায় ! আপনি নিঃসন্দেহে বিস্মিত হবেন। কিন্তু আপনার স্বপ্ন বা পরিকল্পনাকে স্বপ্নের মতোই বাস্তবতা দিচ্ছে পিটুপি। পরিকল্পনা থেকে পরিপূর্ণতা- সবকিছুই আপনাকে করে দিবে পিটুপি। ঠিক যেনো আপনি চোখ বন্ধ করে ভাবলেন আর চোখ খুলে দেখলেন হয়ে গেলো। মধ্যখানে আপনার অর্থ আর পিটুপিকে দেয়া কিছু সময়।
চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এবং নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে পিটুপির দুটি এক্সপেরিয়েন্স সেন্টার। বন্দরনগরী চট্টগ্রামের আপনার স্বপ্ন বা পরিকল্পনা বাস্তবায়নের একমাত্র ও পরিপূর্ণ প্রতিষ্ঠান। চট্টগ্রাম থেকে শুরু পিটুপি’র এখন বিস্তৃত হয়েছে রাজধানী ঢাকাতেও। সর্বমোট ৭টি কনসার্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পিটুপি যাপিত জীবনের পরিকল্পনা থেকে পরিপূর্ণতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে থাকে।
পিটুপি’র কনসার্ন প্রতিষ্ঠানগুলো হলোঃ পিটুপি ৩৬০, উইকন প্রপার্টিজ, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিঃ, পিটুপি ফার্নিচার, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, ইনফিনিটি করপোরেশন এবং পিটুপি ইভেন্ট এন্ড কমিউনিকেশন।
জীবন সাজাতে জীবন রাঙাতে, আপনার স্বপ্ন কিংবা পরিকল্পনা বাস্তবায়নে পিটুপি যেভাবে কাজ করেঃ
পিটুপি ৩৬০ঃ
আপনি হয়তো খানিকটা ভাবলেন, আপনি বাড়ি বানাবেন। বাড়ি বানানোর জন্য আপনার টাকা আর ওই ভাবনাটুকুই যথেষ্ট। বাকিটুকু করে দিবে পিটুপি। ভাবছেন কিভাবে? অবাক হওয়ার মতোই বিষয়। বিস্ময়কর হলেও সত্যি যে আপনার বাড়ি বানানোর সংক্ষিপ্ত ভাবনাটুকু পিটুপি ৩৬০ আপনাকে পরিপূর্ণ পরিকল্পনায় রূপান্তর করে দিবে। অর্থাত আপনার বাড়ির ডিজাইন থেকে আর্কিটেকচারাল এবং ইন্টেরিয়রের পূর্ণাঙ্গ একটি চিত্র তৈরি করে দিবে পিটুপি ৩৬০ টিম। পিটুপি’র এই কনসার্ন-এর ৩০+ স্থপতি এবং ৫০+ অভিজ্ঞ প্রকৌশলী চৌকস টিম আপনার স্বপ্ন বা ভাবনাকে পুরোপুরি ডিজিটালাইজড ভাবে উপস্থাপন করবে আপনারই সামনে। আপনাকে পুরো প্রকল্পের পরামর্শ বা কনসালটেন্সি প্রদান করবে।
পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনঃ
পিটুপি ৩৬০ আপনার পরিকল্পনা, আর্কিটেকচারাল ডিজাইন পরিপূর্ণ সাজিয়ে দেয়ার পর সেই ডিজাইন বাস্তব রূপ দেয়ার জন্য কাজ করে পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন। পিটুপি’র এই ইউনিট বিশ্বের সর্বাধুনিক নির্মান প্রযুক্তি ব্যবহার করে কারিগরি বা প্রকৌশল দক্ষতায় আপনার বাড়ি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মান করে দিবে। এই কাজ বাস্তবায়নে পিটুপি’র রয়েছে দক্ষ নির্মান প্রকৌশলী টিম, আর্কিটেকচার, ফিল্ড ওয়ার্কার থেকে শুরু করে সব কিছুই। পিটুপি’র টিম ওয়ার্কের মাধ্যমেই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা। আপনি চোখ খুলেই দেখতে পাবেন সুদৃশ্য নির্মানশৈলীর ভালোবাসার অবকাঠামো।
উইকন প্রপার্টিজঃ
দেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম। বর্তমানে চট্টগ্রামকে আরও আধুনিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন করা হচ্ছে। আর এসব কারনেই চট্টগ্রামের মানুষের জীবন যাত্রায় এসেছে পরিবর্তন এবং পরিকল্পিতভাবে নির্মিত আধুনিক আবাসনের চাহিদা বেড়েছে। চট্টগ্রামের মতো একটি স্মার্ট সিটিতে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশেলীর আবাসন নির্মান এবং দ্রুত সময়ে ঝামেলাহীনভাবে গ্রাহকের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা শুরু করে। উইকন প্রপার্টিজের ৫টি স্বতন্ত্র বৈশিষ্ট রয়েছে- যা অন্যদের থেকে উইকনকে আলাদা করেছে।
(১) উইকনের আছে আন্তর্জাতিক মানের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম (২) পরিকল্পনাকে পরিপূর্ণতায় রূপ দিতে উইকনের আছে ৩০+ স্থপতি এবং ৫০+ প্রকৌশলীর এক বিশাল টিম (৩) উইকনের আছে ইনহাউজ কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস (৪) উইকনের আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পসমূহে কোন হিডেন স্কয়ার ফিট নেই (৫) এমাজিং ফ্লোর লে-আউট এবং অনটাইম হ্যান্ডওভার (৬) উইকনের রয়েছে ইনহাউজ লিগ্যাল এবং ফাইনান্সিয়াল সাপোর্ট। উইকন প্রপার্টিজের এই বৈশিষ্টগুলোই আবাসন শিল্পে উইকনকে স্বয়ংসম্পুর্ণতা দিয়েছে। অন্যদের চেয়ে ব্যাতিক্রম করেছে।
ইনফিনিটি কর্পোরেশন
আবাসন বা নির্মান শিল্পের যাবতীয় কাঁচামালের আয়োজন নিয়েই পিটুপি’র আরও একটি বড় কনসার্ন প্রতিষ্ঠান ইনফিনিটি কর্পোরেশন । নির্মান শিল্পে প্রধান কাঁচামাল হলো রড, সিমেন্ট, রেডিমিক্স ইত্যাদি। আর এর সব কিছুই রয়েছে পিটুপির ইনহাউজ ইনফিনিটি কর্পোরেশন ।
পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারঃ
পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন অথবা উইকন প্রপার্টিজের মাধ্যমে নির্মিত হলো ভবন। কিন্তু এই ভবনের পূর্ণতা দিতে প্রয়োজন. দরজা জানালা, টাইলস, সেনিটারি ফিটিংস, রঙ, লাইটিংসসহ আরও অনেক কিছুই। আপনার কাছে বিস্ময়কর মনে হতেই পারে কিন্তু এসব কিছুর জন্যও আপনাকে বাইরে কোথাও যেতে হবে না কিংবা আপনাকে আলাদা করে কিছু ভাবতে হবে না। পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারেই রয়েছে এসবকিছুর যাবতীয় আয়োজন। চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ এবং আগ্রাবাদ এক্সেস রোডে রয়েছে পিটুপি’র দুটি এক্সপেরিয়েন্স সেন্টার। আপনার বাড়ি কিংবা বাণিজ্যিক ভবনের প্রতিটি অংশকে নিখুঁত করে গড়ে তুলবে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার। এর জন্য পিটুপিতে রয়েছে নিজস্ব ইন্টেরিয়র ডিজাইনার, দক্ষ কর্মিবাহিনী। আপনার স্থাপনা আপনার পছন্দানুযায়ী টাইলস করা, রঙ করা, দরোজা জানালার পর্দা, বিলাসবহুল লাইটিং, আন্তর্জাতিক মানের সেনিটারি ফিটিংস সবকিছুই একই ছাদের নিচে। মুল কথা হলো আপনাকে নতুন করে ভাবতে হবে না কিছুই। অর্থাত আপনি প্রথম দিন একটু ভেবে পিটুপিকে যে দায়িত্ব দিয়েছেন ওইটুকুতেই আপনার ভাবনা শেষ। বাকি ভাবনা পিটুপি’র। আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনার স্বপ্নের বাড়িটি কিংবা আপনার বাণিজ্যিক ভবনটি আপনার হাতে যতেœ তুলে দিবে পিটুপি ৩৬০।
পিটুপি ফার্নিচারঃ
বাড়ি নির্মিত হলো, দরজা, জানালা, টাইলস, রঙ, লাইটিং, ফিটিংস সবই হলো। এবার তো বাড়ি ফার্নিসড করতে হবে। ভাবছেন এর জন্য বোধহয় আপনাকে ভাবতে হবে ! অবাক বিষয় হলো এর জন্যও আপনাকে ভাবতে হবে না। এই ভাবনাটাও পিটুপির। মুল কথা হলো অর্থ আপনার ভাবনা ও বাস্তবায়ন পিটুপির। আপনার আবাসনের কিংবা অফিসের যাবতীয় সব আধুনিক বিশ্বমানের ফার্নিচার দিয়ে বিলাসবহুল ভাবে সাজিয়ে দিতে সক্ষম পিটুপি ফার্নিচার। পিটুপির রয়েছে নিজস্ব সর্বাধুনিক প্রযুক্তি সন্নিবেসিত ফার্নিচার ফ্যাক্টরী। এছাড়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকেও আধুনিকমানের ফার্নিচার আমদানি করে পিটুপি। এর মধ্যে থেকে আপনার পছন্দ কিংবা কাস্টমাইজ করা বিলাসবহুল ডিজাইনে আপনাকে সব ধরনের ফার্নিসার সরবরাহ করবে পিটুপি ফার্নিচার। শুধু আধুনিক বিলাসী ফার্নিসার সরবরাহ দিয়েই পিটুপি দায়িত্ব শেষ করবে না। আপনার বাড়ি বা অফিসের কোথায় কি ধরনের ফার্নিচার লাগতে পারে। কোথায় কিভাবে কি ফার্নিচার বসানো হলে আপনার বাড়ি কিংবা অফিসটি আরও বিলাসবহুল আধুনিক হবে এ ব্যাপারে প্রয়োজনীয় কনসালটেন্সি প্রদান করবে পিটুপি।
পিটুপি ইভেন্ট এন্ড কমিউনিকেশনঃ
চলমান জীবনে আপনাকে নানা ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে হয়। নানা অনুষ্ঠানাদি আয়োজন করতে হয়। হতে পারে বিয়ে, জন্মদিন, পারিবারিক যে কোন ধরনের পার্টি। ব্যাক্তিগত এসব আয়োজন ছাড়াও যে কোন ধরনের কর্পোরেট ইভেন্ট, অফিসিয়াল ইভেন্ট, রাজনৈতিক বা সাংগঠনিক ইভেন্ট। সব কিছুই আধুনিক এবং জমকালো রূপে আয়োজন করতে সক্ষম পিটুপি ইভেন্ট এন্ড কমিউনিকেশন। এই ক্ষেত্রেও ঠিক আগের কথায় ফিরে আসতে হয়। আপনি বিয়ে-শাদি, জন্মদিন কিংবা দাপ্তরিক কোন বড় অনুষ্ঠান বা ইভেন্ট করবেন- এটুকু পরিকল্পনা করলেই হবে। আপনার পরিকল্পনার সবটুকু বাস্তবায়ন করবে পিটুপি ইভেন্ট এন্ড কমিউনিকেশন। জমকালো চোখ ধাঁধানো সব আয়োজনের জন্য পিটুপিতে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট-এর দক্ষ কর্মিবাহিনী। স্বল্প সময়ের মধ্যেই পিটুপি আপনার যেকোন উদ্যোগ আয়োজন সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করে দিতে সক্ষম।
এবার ফিরে আসা যাক শুরুর কথায়। পরিকল্পনা থেকে পরিপূর্ণতা। কোন অংশটি নেই পিটুপি ৩৬০ তে। এক কথায় পরিকল্পনা থেকে পরিপূর্ণতা- ঢাকা ও চট্টগ্রামে একই ছাদের নিচে সবকিছু। আপনার জীবন পূর্ণ সাজিয়ে তুলতে পিটুপি ৩৬০, জীবন রাঙিয়ে তুলতে পিটুপি।